ড. মুহাম্মদ মঈন উদ্দীন
2 Books

জন্ম ঢাকার সবুজবাগ থানার মধ্য-বাসাবো’র পিত্রালয়ে। পিতা- মুহাম্মদ রুহুল আমিন ও মাতা- ফাতেমা বেগম। জামেয়া-ই-কাসেমিয়া কামিল মাদরাসা, নরসিংদী থেকে দাখিল ও আলিম পাস করার পর ১৯৮৮ সালে মিশর সরকারের স্কলারশিপ নিয়ে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গমন করেন। আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে যথাক্রমে- অনার্স (১৯৯৮); মাস্টার্স (২০০০); ও এম.ফিল (২০০৩) ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে ২০০৪ সালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আইআইইউসি-তে সহযোগী অধ্যাপক এবং কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ইতোমধ্যে তাঁর কয়েকটি গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর রচিত মৌলিক ও অনূদিত গ্রন্থের সংখ্যা ৫টি।

Books from this author